Sunday, November 9, 2025

রাজ্যপাল জগদীপ ধনকড়। আইনজীবী, প্রাক্তন মন্ত্রী, রাজস্থানের প্রাক্তন বিধায়ক, সাংসদ, এখন রাজ্যের রাজ্যপাল। বেগালাম ক্রমশ তাঁর ভাষ্য। ট্যুইট আর সাংবাদিক সম্মেলন করার মজা বুঝেছেন। রোজ খবরে থাকার আনন্দও বুঝেছেন। তাই মহাভারত নিয়ে নতুন তথ্য হাজির করলেন মঙ্গলবার, যা শুনলে রচয়িতা ব্যাসদেব নিশ্চিতভাবে মূর্ছা যেতেন। তবে লক্ষ্য অবশ্যই খবরে থাকা।

মহাভারত নিয়ে প্রথম আজগুবি তত্ত্ব হাজির করেছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। বলেছিলেন, আজ নয়, টেস্ট টিউব বেবি মহাভারতের সময়তেও ছিল। সীতাই ছিলেন টেস্ট টিউব বেবি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী আবার উদ্ভট কথা বলায় পিএইচডি করেছেন। তিনি বলেছিলেন মহাভারতের যুগে ইন্টারনেট, স্যাটেলাইট ছিল। সঞ্জয়ের ভাষ্য তারই প্রমাণ। কূপমণ্ডুকরা তা বিশ্বাস করেন না।

আর কোনও রাজ্যের সাংবিধানিক সর্বোচ্চ পদে থেকেও যে দীনেশ, বিপ্লবের মতো এমন আজগুবি কথা বলা যায় তা প্রমাণ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। মঙ্গলবার বিড়লা মিউজিয়ামে বিজ্ঞানমেলার উদ্বোধনে অবৈজ্ঞানিক কথা বলে রাজ্যপালের পদমর্যাদাকে ধুলোয় মেশালেন। ধনকড় বললেন, মহাভারতের সঞ্জয়ের দূরদৃষ্টি ছিল, যার জন্য সবকিছু দেখতে পেতেন। অর্জুনের তীরে ছিল আজকের পরমাণু অস্ত্র, আর বিমান এ যুগের আবিষ্কার নয়, রামায়নের সময়ে আবিষ্কার। পুষ্পক রথ তার বড় উদাহরণ। বিশিষ্টজনেরা বলছেন, শিক্ষিত মানুষ যখন এসব কথা বলেন, তখন মাথায় রাখতে হবে এর পিছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আর এটা হল যুক্তিবাদী সমস্ত বিষয়কে নস্যাৎ করে মানুষকে কাল্পনিক বিষয়ের উপর বিশ্বাস করতে উদ্বুদ্ধ করা। মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের মতো পদে বসে যখন এ কথা বলেন, তখন তার প্রভাব সাধারণ নাগরিকদের উপর স্বাভাবিক ভাবেই এসে পড়ে। আর এটাই হচ্ছে গেরুয়া রাজনীতির মোটা দাগের চালাকি।

আরও পড়ুন-DSP-গ্রেফতারির পর পুলওয়ামার জঙ্গি হামলার ফের তদন্তের দাবি অধীরের

Related articles

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...
Exit mobile version