বাংলায় এসে সৌরভের প্রশংসায় পঞ্চমুখ ইরফান

সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক ছিলেন, অধিনায়ক আছেন। মঙ্গলবার, কামারহাটিতে একটি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে অতিথি হয়ে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডরা ইরফান পাঠান। কামারহাটির ছাই ময়দানে উপস্থিত হয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্য সৌরভ পদক্ষেপ করবেন বলে আশাবাদী ইরফান পাঠান।

আসন্ন নিউজিল্যান্ড সফর নিয়ে পাঠান জানান, ভারতের কাছে এই সফর চ্যালেঞ্জিং হবে। এদিনের অনুষ্ঠানে ইরফান ছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বার্মা, পুরপ্রধান গোপাল সাহা।