রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি নির্ভয়া কাণ্ডের মুকেশের

প্রত্যাশিতই ছিলো৷

নির্ভয়া-গণধর্ষণ ও হত্যা মামলায় প্রাণদণ্ডের আদেশ সংশোধনের আর্জি বা কিউরেটিভ পিটিশন খারিজ হয়েছে মঙ্গলবার।

আর আর্জি খারিজ হওয়ার পর, মঙ্গলবারই শেষবারের মতো চেষ্টা করতে এ বার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করল নির্ভয়া কাণ্ডের অন্যতম অপরাধী মুকেশ সিং। একইসঙ্গে মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টেও আবেদন করেছে মুকেশ। বুধবারই ওই আবেদনের শুনানি হবে দিল্লি হাইকোর্টে৷

নির্ভয়া গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই অপরাধী,
বিনয় শর্মা ও মুকেশ সিং-এর আর্জি এদিনই খারিজ করেছে সুপ্রিম কোর্ট। প্রাণদণ্ড সংশোধনের আর্জি জানিয়েছিলো এই দুই সাজাপ্রাপ্ত। শীর্ষ আদালতের 5 বিচারপতির বিশেষ বেঞ্চ সেই আর্জি খারিজ করেন।

দিল্লির ছাত্রী নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণের দায়ে 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছিল নিম্ন আদালত। দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। এর পর সাজাপ্রাপ্তদের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়। এর পর দিল্লির তিস হাজারি আদালত 4 অপরাধীর মৃত্যু পরোয়ানা জারি করে। নির্দেশ দেন 22 জানুয়ারি সকাল 7টায় তিহাড় জেলেই ওই 4 জনের ফাঁসি হবে।
ওদিকে, 2 সাজাপ্রাপ্ত, বিনয় শর্মা ও মুকেশ সিং সুপ্রিম কোর্ট রায় সংশোধনের আর্জি জানান। সেই আর্জির শুনানি হয় মঙ্গলবার বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চে। এই আর্জির শুনানি এদিন হয়েছে বিচারপতির চেম্বারে। শুনানির পরই ওই আর্জি বাতিল করা হয়৷

Previous articleবাংলায় এসে সৌরভের প্রশংসায় পঞ্চমুখ ইরফান
Next articleমর্মান্তিক! অপারেশন থিয়েটারেই সদ্যোজাতকে খুবলে খেল কুকুর