২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে ৪ আসামীর ফাঁসি নয়

নির্ভয়াকাণ্ডে ফের ফাঁসি দিন পিছল। ৪ আসামীর ফাঁসি হবে না ২২ তারিখ। বুধবার, রায়ে জানাল দিল্লি হাইকোর্ট। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অন্তত ১৪ দিন সময় দিতে হবে দোষীদের।
এর আগে পাটিয়ালা হাউস কোর্টে নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর ফাঁসি দিন ঘোষণা করে। ২২ জানুয়ারি সকাল ৭টায় ৪জনের ফাঁসি কার্যকর করতে বলা হয়। এরপর সুপ্রিম কোর্টে, সেই রায় সংশোধনের আর্জি জানায় দুই আসামী।
সেই আর্জি খারিজ হওয়ার পরে অপরাধী মুকেশ সিং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি জানায়। সেই আর্জির সিদ্ধান্ত এখনও হয়নি। এর পাশাপাশি, দিল্লি হাইকোর্টে নিম্ন আদালতের প্রাণদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে মুকেশ। সেই মামলাতেই দিল্লি হাইকোর্ট জানায়, ২২ জানুয়ারি দোষীদের ফাঁসি দেওয়া যাবে না। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর ১৪ দিন সময় দিতে হবে অপরাধীদের। এই সময়ের মধ্যে তারা পরিবারের সঙ্গে দেখা করতে পারে। অথবা আইন মেনে নিজেদের ইচ্ছেমতো কাজ করতে পারে। সুতরাং, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই ২২ তারিখ ফাঁসি কার্যকর করা যাবে না। এই রায়ে স্বাভাবিক ভাবেই ফের হতাশা নির্ভয়ার পরিবার।

Previous articleমেডিক্যাল কলেজ থেকে ঝাঁপ, মর্মান্তিক পরিণতি তরুণের
Next articleসারদা-নারদ-রোজভ্যালি তদন্তের মূল অফিসারদের বদলি সিবিআইয়ের, কিন্তু কেন?