এনপিআর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া ফরমান

এনপিআর নিয়ে রোজই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। এবার স্বরাষ্ট্রমন্ত্রক নোটিশ দিয়ে জানাল, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে নাম তুলতে আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স সহ পাসপোর্টের তথ্য লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, ২০২০ সালের এপ্রিল মাসে এনপিআরের কাজ শুরু হবে, চলবে সেপ্টেম্বর পর্যন্ত। আর তথ্য দেওয়া ঐচ্ছিক। তথ্য প্রমাণে কোনও নথি লাগবে না। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও সেই কথা সমর্থন করেছিলেন। এবার আবার নয়া নির্দেশ। শুধু তাই নয়, আগে লাগছিল ১৫টি তথ্য, আর এ বছরে তা বদলে হচ্ছে ২১টি তথ্য।

দেখে নিন স্বরাষ্ট্রমন্ত্রক যে তথ্য চাইছে..

১.নাম ২.লিঙ্গ ৩.জন্মতারিখ ৪.বিবাহিত না অবিবাহিত ৫.মা/বাবা /স্বামী /স্ত্রীর নাম ৬.শিক্ষাগত যোগ্যতা ৭.বাড়ির অথবা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ৮.পেশা ৯.জন্মস্থান ১০.বর্তমানে যেখানে আছেন তার ঠিকানা ১১.ঠিকানায় বসবাস কত দিন ধরে ১২.স্থায়ী বসবাসের ঠিকানা ১৩.বাড়ি বদলালে তার ঠিকানা ১৪. জাতি ১৫.আধার কার্ড নম্বর (বাধ্যতামূলক), ১৬.ভারতের পাসপোর্ট নম্বর ১৭. নয়া ভোটার আইডি কার্ডের নম্বর ১৮. প্যান কার্ড (নতুন নম্বর বাধ্যতামূলক) ১৯. গাড়ির লাইসেন্স নম্বর ২০. মোবাইল নম্বর ২১. মা বাবার জন্মস্থান ও জন্ম তারিখ।

Previous articleবিশ্বভারতীর ঘটনার নিন্দা করে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next articleইয়েচুরিকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠাতে তৎপর সিপিএম