ইয়েচুরিকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠাতে তৎপর সিপিএম

সংসদের অভ্যন্তরে বাম-কণ্ঠকে সোচ্চার করতে পরিবর্তিত পরিস্থিতিতে অতীতের অবস্থান থেকে সরে আসতে চায় সিপিএম। তারই ইঙ্গিত মিলেছে দলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বে থাকা সীতারাম ইয়েচুরিকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠানোর তৎপরতার মধ্যে। এর আগে ইয়েচুরির রাজ্যসভার মেয়াদ শেষের পর তাঁকে ফের নির্বাচনের জন্য কংগ্রেসের সমর্থন দেওয়ার কথা বলেছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। ব্যক্তিগত স্তরে তাঁদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ইয়েচুরির। কিন্তু তিন বছর আগে নানা তাত্ত্বিক ব্যাখ্যা দেখিয়ে ইয়েচুরির যাত্রাভঙ্গ করেছিল তাঁর নিজের দল সিপিএমই। কিন্তু এবার বাংলা থেকে সিপিএমের সাংসদসংখ্যা শূন্যে নেমে আসার পর বিলম্বিত বোধোদয় হয়েছে দলের। এক্ষেত্রে বামেদের শ্রেষ্ঠ বাজি ইয়েচুরিই। আর তাঁর নাম সামনে এলে কংগ্রেস হাইকম্যান্ডের পক্ষে বাম প্রার্থীকে সমর্থনের আর্জি উপেক্ষা করা কার্যত অসম্ভব বুঝেই ঝাঁপাতে চাইছে সিপিএম।

ইতিমধ্যেই রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি ও প্রদীপ ভট্টাচার্য। অবশ্য এই দুজনের জয়ের পিছনে তৃণমূলের সমর্থন ও ভূমিকা ছিল। আর কিছুদিনের মধ্যে খালি হবে বাংলার রাজ্যসভার পাঁচটি আসন। চারটি আসনে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত। পঞ্চম আসনে ছ’বছর আগে সিপিএম প্রার্থী হিসাবে যান ঋতব্রত ব্যানার্জি। সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তিনি খাতায়কলমে নির্দল। এবার পঞ্চম আসনটিতেই কংগ্রেসের সমর্থনে সীতারাম ইয়েচুরিকে পাঠাতে চায় সিপিএম। সংসদের ভিতর বামেদের হয়ে গলা তোলার স্বার্থে।

 

Previous articleএনপিআর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া ফরমান
Next articleযুবকের অর্ধদগ্ধ দেহ উদ্ধার, জালে ‘বন্ধু’