আপের প্রতিষ্ঠাতা কুমার বিশ্বাস কি এবার বিজেপির প্রার্থী?

আপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কবি কুমার বিশ্বাস বিজেপির প্রার্থী হতে পারেন বলে জোর আলোচনা দিল্লিতে। বিধানসভা ভোটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁকে দাঁড় করানোর চেষ্টা চলছে। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে ধোঁয়াশা রেখেছেন কুমারও। প্রসঙ্গত, আপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কুমার বিশ্বাস আন্না হাজারের আন্দোলনের সময় থেকেই কেজরিওয়ালের সঙ্গে ছিলেন। দিল্লি বিধানসভা ভোটে আপের চমকপ্রদ উত্থানের সময় তিনি ছিলেন দলের মুখপাত্র। এরপর সরাসরি কেজরিওয়ালের সঙ্গেই সংঘাত বাধে কুমারের। বিভিন্ন সময় বিজেপির হয়ে প্রশস্তিও শোনা যায় তাঁর মুখে। তখন রাজস্থানে আপের দায়িত্ব থেকে তাঁকে অপসারিত করেন কেজরিওয়াল। এবার দিল্লি বিধানসভা ভোটের প্রাক্কালে ফের জল্পনার কেন্দ্রে কবি কুমার বিশ্বাস।

Previous article‘আমি যেখানেই যাচ্ছি, সেখানেই সবার শরীর খারাপ হচ্ছে’, কটাক্ষ রাজ্যপালের
Next article৪০টি শিশু জন্মেছে, ঘটেনি কোনও দুর্ঘটনা, গঙ্গাসাগর নিয়ে গর্বিত মুখ্যমন্ত্রী