এবার কি আগেভাগেই শীতের ইনিংস শেষ হয়ে যাচ্ছে?

বাঙালির কাছে পৌষসংক্রান্তি মানেই শীত, কনকনে উত্তুরে হাওয়া। কিন্তু গত কয়েক বছর ধরে এই দিনে তেমন ঠান্ডা অনুভব করা যায়নি । বৃহস্পতিবার সকালেও কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে শীতের দাপট অনেকটাই কম। উত্তুরে হাওয়া উধাও।

হাওয়া অফিস সূত্রে খবর, মাঘের শুরুতেও শীত ঝিমিয়ে থাকতে পারে। চলতি সপ্তাহে কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কিন্তু কনকনে হাওয়া সেভাবে ছিল না । কিছু জেলায় শীত বেশি থাকলেও তা খুব বেশি ছিল না। আবহাওয়ার যা গতিপ্রকৃতি তাতে প্রশ্ন উঠেছে, তা হলে এবার কি আগেভাগেই শীতের ইনিংস শেষ হয়ে যাচ্ছে?

আবহবিজ্ঞানীরা অবশ্য বলছেন, শীতকালে সব সময় কনকনে ঠান্ডা থাকে না। পৌষের শেষেই সব সময় শীত পড়বে, এমন না-ও হতে পারে। অনেক সময়ই পশ্চিমি ঝঞ্ঝায় উত্তুরে হাওয়া বাধা পায়। এ বার তেমনটাই হয়েছে। আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। চলতি সপ্তাহের শেষে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছোঁওয়ার সম্ভাবনা ।

Previous articleJNU-এর ছায়া এবার বিশ্ব ভারতীতে, ক্যাম্পাসে আক্রান্ত পড়ুয়ারা
Next articleগুরুতর অভিযোগ না থাকলে কলকাতায় ‘সিটিং’ কাউন্সিলরদের রাখছে তৃণমূল,কণাদ দাশগুপ্তের কলম