কলকাতার কোন কোন কাউন্সিলর এবার সংরক্ষণের ‘কোপে’, দেখে নিন

কলকাতার পুরসভার আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি আজ, ১৭ জানুয়ারি ঘোষনা হতে চলেছে৷ দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক এই বিজ্ঞপ্তি প্রকাশ করবেন৷

সূত্র মারফত জানা গিয়েছে, আসন্ন কলকাতা পুরভোটে সংরক্ষণের গিলোটিনে কাটা যাচ্ছে মোট ২১ জন কাউন্সিলরের ওয়ার্ড৷ যে ওয়ার্ডগুলি থেকে এই ২১ কাউন্সিলর ২০১৫ সালে নির্বাচিত হয়েছিলেন, সেই ওয়ার্ডগুলি এবার হয় মহিলা অথবা তফসিলি-মহিলা অথবা তফসিলি সংরক্ষণের তালিকায় ঢুকতে চলেছে৷ সরকারিভাবে যে তালিকা প্রকাশ করা হবে, তার সঙ্গে এই প্রতিবেদনে উল্লেখিত কাউন্সিলরদের নাম মিলে গেলে, এদের সবারই রাজনৈতিক ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে৷ নিজেদের জেতা ওয়ার্ডে এবার আর তাঁরা প্রার্থী হতে পারবেন না৷
দল এদের পুনর্বাসনের দায়িত্ব না নিলে, এই ২১ জনকে আগামী পুরসভায় দেখা না’ও যেতে পারেন

জানা গিয়েছে, এই ২১ কাউন্সিলরের মধ্যে ১৯ জন তৃণমূল কংগ্রেসের, ১জন সিপিএম, ১জন RSP-র কাউন্সিলর৷ যদিও তৃণমূলের এই ১৯ জনের মধ্যে একজন কাউন্সিলর গত নির্বাচনে বিজেপির প্রতীকে জিতে আসার পর যোগ দেন তৃণমূলে৷

আসন সংরক্ষণের কারণে তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এ বছর কলকাতা পুরসভা ভোটে নিজের ওয়ার্ডে আর দলীয় প্রার্থী হতে পারছেন না। তার মধ্যে ৪ জন মেয়র পারিষদ এবং ২জন বরো চেয়ারম্যান যেমন রয়েছেন, তেমনই ‘প্রভাবশালী’ কয়েক জন কাউন্সিলরও আছেন বলে সূত্রের খবর। কোপে পড়ছেন সিপিএম এবং আরএসপি-র দুই লড়াকু কাউন্সিলরও৷

নির্দিষ্ট সংরক্ষণ -বিধির ভিত্তিতেই রাজ্য নির্বাচন কমিশন খসড়া
সংরক্ষণ-তালিকা প্রস্তুত করেছে৷ জানা গিয়েছে,
এই তালিকায় মহিলা সংরক্ষিত হিসেবে ৪৫টি ওয়ার্ড থাকলেও, কোপে পড়তে চলেছেন ১৪ জন কাউন্সিলর ৷ বাকি ওয়ার্ডগুলিতে মহিলারাই গত ভোটে নির্বাচিত হয়েছিলেন৷

➡ মহিলা সংরক্ষিত যে ওয়ার্ডগুলি হতে চলেছে বলে সূত্রের খবর, সেই ১৪ জনের মধ্যেই আছেন :

◾ওয়ার্ড- ৩ = শান্তনু সেন
◾ওয়ার্ড- ৪৬ = গোপাল সাহা
◾ওয়ার্ড- ৫২ = সন্দীপন সাহা
◾ওয়ার্ড- ৫৫ = অরুণ দাস- (বিশু)
◾ওয়ার্ড- ৮৭ = সুব্রত ঘোষ
◾ওয়ার্ড- ৯০ = বৈশ্বানর চট্টোপাধ্যায়
◾ওয়ার্ড- ৯৩ = রতন দে
◾ওয়ার্ড- ৯৫ = দেবব্রত মজুমদার (মলয়)
◾ওয়ার্ড- ৯৯ = দেবাশিস মুখোপাধ্যায়
◾ওয়ার্ড- ১০৫ = তরুণ মণ্ডল
◾ওয়ার্ড- ১০৮ = শ্যামল বন্দ্যোপাধ্যায়
◾ওয়ার্ড- ১১৩ = গোপাল রায়
◾ওয়ার্ড- ১২৫ = ঘনশ্রী বাগ
◾ওয়ার্ড- ১৪৩ = ইন্দ্রজিৎ ভট্টাচার্য৷

এর মধ্যে একমাত্র ৯৯ নং ওয়ার্ডের কাউন্সিলর
দেবাশিস মুখোপাধ্যায় বামফ্রন্টের শরিক RSP – দলের৷ বাকি সবাই তৃণমূলের ৷

➡ সংরক্ষণ-তালিকায় 5টি ওয়ার্ড তফসিলি সংরক্ষণের আওতাভুক্ত হতে চলেছে বলে সূত্রের খবর৷ এই তালিকায় আছে:
◾ওয়ার্ড- ৫৮ = স্বপন সমাদ্দার
◾ওয়ার্ড- ১০৭ = সুশান্ত কুমার ঘোষ (স্বরূপ)
◾ওয়ার্ড- ১১০ = অরূপ চক্রবর্তী
◾ওয়ার্ড- ১৪১ = মমতাজ বেগম
◾ওয়ার্ড- ১৪২= রঘুনাথ পাত্র

এনারা সবাই তৃণমূলের ৷

➡ সংরক্ষণ-তালিকায় ৩টি ওয়ার্ড তফসিলি-মহিলা সংরক্ষণের আওতাভুক্ত হতে চলেছে৷ সূত্রের খবর, এই তালিকায় আছে:

◾ওয়ার্ড- ৩৩ = পবিত্র বিশ্বাস
◾ওয়ার্ড- ৭৮ = নিজামুদ্দিন শামস
◾ওয়ার্ড- ১২৭ = নীহার ভক্ত

এর মধ্যে একমাত্র ১২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর
নীহার ভক্ত বামফ্রন্টের শরিক CPM – দলের৷ বাকি দু’জন তৃণমূলের ৷

Previous articleসেনসাস-এনপিআর নিয়ে দিল্লিতে বৈঠক
Next articleতোমাকে গ্রেডেশনে রাখা হচ্ছে না, সরাসরি ধোনিকে বলেন বোর্ড কর্তা