জামিন পেয়ে সেই জামা মসজিদে বসেই সংবিধান পড়লেন আজাদ

একেই বলে প্রতিশোধ নেওয়া। দিল্লির জামা মসজিদের সামনে থেকে কেন্দ্রের পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন চন্দ্রশেখর আজাদ। ভীম আর্মির প্রধান। ইস্যু সেই নাগরিকত্ব সংশোধনী আইন। আর দীর্ঘ দশ দিন পর মুক্তি পেয়ে সেই জামা মসজিদের সিঁড়িতে বসে পড়লেন সংবিধানের প্রিয়াম্বেল। জামা মসজিদের সিঁড়িতে বসে আজাদ বললেন, আমি আদালতের শর্ত ভাঙিনি। রাত ন’টার মধ্যে তাঁকে দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশের সাহারানপুরের বাড়িতে ফিরতে হয়। আর পুলিশ সবটাই ভিডিও করে।

গতকাল জামিন পেলেও আজ তিনি মুক্তি পান। তবে জামা মসজিদে আসার জন্য তিনি বিশেষ অনুমতি নেন। আদালতের নির্দেশ, দিল্লির নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনও বিক্ষোভ-মিছিলে অংশ নিতে পারবেন না। কিন্তু মুক্তি পেয়েই তিনি সিএএ বিরোধী আন্দোলনে অংশ নেন। বলেন, এখন একটাই কাজ। সমস্ত মানুষকে এক করা। এই কালা কানুন বাতিল করতে হবে। সব ধরণের মানুষকে আমাদের ছাতার তলায় আনতে হবে। যাতে বুঝিয়ে দেওয়া যায়, জাতি-ধর্ম-নির্বিশেষে মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। এই লড়াই শুধু মুসলিমদের নয়। ৩৩ বছরের আজাদ কারবালা ও বাংলা সাহিব গুরুদ্বারেও যাবেন।

Previous articleCAA-বিরোধী প্রস্তাব পাশ হল কংগ্রেস-শাসিত পাঞ্জাব বিধানসভায়
Next articleরাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত কামারহাটি