এনপিআরে নতুন তথ্য দেওয়া কি বাধ্যতামূলক? কী জানাল কেন্দ্র?

এনপিআর নতুন তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। তবে সব রাজ্যকে এটা মানতে হবে। জানিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার, দিল্লিতে এনপিআর সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক ডাকে কেন্দ্র। বৈঠকের পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, এটা সব রাজ্যকে মানতে হবে। একথাও বলা হয় যে, আগে এটা করেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, তখন তো কোনও আপত্তি করা হয়নি।

এনপিআরে কোনো নতুন তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ডাকা এই বৈঠকে বাংলা ছাড়া উপস্থিত ছিল সব রাজ্য। এমনকী, কেরালার প্রতিনিধিও বৈঠকে হাজির ছিলেন। কেন্দ্রের তরফে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

আরও পড়ুন-পুরসভাগুলির বরাদ্দ অর্থ খরচের সময়সীমা কেন ৩১ মার্চ? ব্যাখ্যা দিলেন মেয়র

Previous articleশুধুমাত্র ‘নোংরা ফিল্ম’ দেখার জন্য ইন্টারনেটের দরকার কাশ্মীরে, বেফাঁস মন্তব্য নীতি আয়োগের সদস্যের
Next articleমোহনবাগান ছিল, আছে, থাকবে, কুণাল ঘোষের কলম