উত্তর-পূর্বের রাজ্যগুলিকে NPR সংক্রান্ত তথ্য খুঁটিয়ে যাচাই করার আবেদন মমতার

কোনও রাজ্য NPR প্রক্রিয়া চালু করার আগে যেন সব তথ্য খুঁটিয়ে পড়ে নেয়। বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও সরকারকে এমনই আবেদন ও পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

একটি ছাড়া উত্তরপূর্বের বাকি রাজ্যগুলি বিজেপি ও তারা সহযোগী দ্বারা শাসিত। তা সত্ত্বেও উত্তরপূর্বের রাজ্যগুলি এবং দেশের সবকটি বিরোধী দল শাসিত রাজ্যের সরকারের কাছে আবেদন করে মুখ্যমন্ত্রী বলেন, “এনপিআর চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ভালো করে পড়ে দেখুন।” NPR প্রক্রিয়া চালু সম্পর্কিত তথ্য খুঁটিয়ে পড়লেই সেটা বিস্তারিত বোঝা সম্ভব।

পাশাপাশি, বিরোধী শাসিত রাজ্যগুলির বিধানসভাতেই CAA বিরোধী প্রস্তাব আনার জন্যও আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleবর্ণাঢ্য রোড-শো, নস্টালজিক কেজরিওয়াল
Next articleজোট গড়েই কলকাতা পুরভোটে লড়বে কং-বাম, কে হবেন মেয়র?