Tuesday, November 18, 2025

বঙ্গ বিজেপিতে ফের ক্ষমতার শীর্ষে দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের জিজ্ঞাসা, কী হবে নয়া রাজ্য কমিটি? কারা গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন? মুকুল রায়কে কী গুরুত্ব দেওয়া হবে? পাবেন কী কোনও ‘বড় পদ’? কতখানি মানা হবে এক ব্যক্তি এক পদ ফর্মুলা।

বিজেপির অন্দরমহলে যে বিষয়টি নিয়ে আলোচনা, তা হল মুকুল রায়কে নিয়ে। কারণ, মুকুল ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পদ হিসাবে দলে সেটা ছিল কার্যত দু’নম্বর। দল বদলের পর তিনি বিজেপির জাতীয় পরিষদে রয়েছেন। এই পদে জয় ব্যানার্জি সহ অনেকেই রয়েছেন। মুকুলের কাছে এই পদ মোটেই ‘বড় পদ’ নয়। মুকুলের নামের সঙ্গে ওজনের কথা ধরলে সাধারণ সম্পাদক কিংবা সহ সভাপতি পদ যদি তাঁকে দেওয়া হয়, সেক্ষেত্রে কিছুটা হলেও তাঁর কাছে তা সম্মানজনক হতে পারে। প্রশ্ন সেটাও কি তিনি আদৌ পাবেন? রাজ্য বিজেপির অন্দরমহলের খবর, সেরকম সম্ভাবনা তৈরি হয়নি। বর্তমান নেতৃত্বের মধ্যে কিছু রদবদল নিশ্চিতভাবে হবে। সায়ন্তন-লকেটদের মতো তরুণ নেতৃত্ব আরও উচ্চতর দায়িত্ব যেমন পেতে পারেন, তেমনি কিছু জেলা নেতৃত্বও স্বীকৃতি পাবেন। কিন্তু মুকুলকে নিয়ে ‘বড় ভাবনা’ এখনও নেই।

বিজেপি মহলে সর্বজনবিদিত মুকুল রায়-কৈলাশ বিজয়বর্গীর সম্পর্ক। কৈলাশ দলীয় নেতৃত্বের কাছে মুকুলের হয়ে বারে বারেই উমেদারি করেছেন। কিন্তু সেভাবে সাড়া পাননি। এবার আগে থেকেই দিল্লিতে গিয়েছেন মুকুল ঘনিষ্ঠরা। চলছে ‘ম্যান ম্যানেজমেন্ট’-এর কাজ। আজ, সোমবার সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার অভিষেক রয়েছে, তেমনি রাজ্য কমিটিগুলি তৈরির প্রাথমিক খসড়াও হবে। রাজধানী দিল্লিতে রয়েছেন দিলীপ ঘোষ-সহ সামনের সারির নেতৃত্ব। রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদে মুকুলের নাম ঢুকে পড়ে কি না সেটাই দেখার। শেষ মুহূর্তের ওলট-পালটের কথা বাদ দিলে মুকুলের বড় পদ পাওয়া এবারেও অধরা থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে বিজেপির অন্দরমহল বলছে, আমরা এখন সুমনের ওই গানটার কথাই বিশ্বাস করছি… ‘হঠাৎ কী ঘটে যায় কিচ্ছু বলা যায় না…’!

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version