সুস্থ শাবানা, তবে বাড়ির লোকের সঙ্গেই কথা বলছেন

আপাতত অনেকটাই সুস্থ শাবানা আজমি। শাবানার স্বামী জাভেদ আখতার জানিয়েছেন, “এখনও আইসিইউতেই রাখা হয়েছে শাবানাকে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কোনও কারণ নেই। তাঁর সমস্ত রিপোর্ট পজেটিভ।” তবে আইসিওতে শুধুমাত্র বাড়ির লোক অর্থাৎ জাভেদ আখতার, শাবানার ভাই বাবা আজমি ও বৌদি তানভি আজমি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

গাড়ি দুর্ঘটনায় শাবানার মাথায় এবং ঘাড়ে চোট লেগেছে। সেইসঙ্গে শিরদাঁড়াও কিছুটা জখম হয়েছে। এক্স রে, সোনোগ্রাফি, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকরা তাঁর আঘাত সম্পর্ক বিস্তারিত জানিয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। স্বাভাবিকভাবেই কথা বলছেন, সবাইকে চিনতেও পারছেন। কোন আশঙ্কার কারণ নেই। তবে এখনও তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

অন্যদিকে, কোলাপুর থানা সূত্রে খবর, রবিবার থানায় অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত ট্রাকটির চালক রাজেশ শিন্ডে। চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় সোমবার কমলেশ কামাথকে তলব করা হয়েছে।

Previous articleজোট গড়েই কলকাতা পুরভোটে লড়বে কং-বাম, কে হবেন মেয়র?
Next articleব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি, “পরীক্ষা পে চর্চা”য় কেন এমন বললেন মোদি?