ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি, “পরীক্ষা পে চর্চা”য় কেন এমন বললেন মোদি?

পরীক্ষার নম্বর দিয়ে সাফল্য বিচার করা যায় না। সাফল্য পেতে গেলে মাঝে মধ্যে ব্যর্থতাও মেনে নিতে হয়। ব্যর্থতা সফল হওয়ারই একটি অধ্যায়। সোমবার নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে পড়ুয়াদের মুখোমুখি হয়ে “লাস্ট মিনিট সাজেশন” হিসেবে এমনই ‘টিপস’ই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, বোর্ডের পরীক্ষা আসন্ন। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মানসিকভাবে উৎসাহিত করতে এদিন তাদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী। গোটা দেশের দু’হাজারেরও বেশি ছাত্রছাত্রী প্রধানমন্ত্রীর “পরীক্ষা পে চর্চা”
অনুষ্ঠানে অংশ নেয়।

তাঁদের উদ্দেশ্যে এদিন মোদি বলেন, “পরীক্ষার নম্বর সাফল্যের মাপকাঠি নয়। চন্দ্রযানও প্রথমে ব্যর্থ হয়েছিল। কিন্তু আমি বিজ্ঞানীদের নতুন করে শুরু করার পরামর্শ দিয়েছিলাম। পড়ুয়াদের মুড খারাপ করা উচিত নয়। নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ থাকা জরুরি।”

Previous articleসুস্থ শাবানা, তবে বাড়ির লোকের সঙ্গেই কথা বলছেন
Next articleসর্বসম্মতিতে বিজেপির নতুন সভাপতি হলেন জেপি নাড্ডা।