বাড়ি ফিরলেন দীপঙ্কর, তবে থাকতে হচ্ছে নিয়মের মধ্যেই

গত ১৭ জানুয়ারি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরিষ্ঠ অভিনেতা দীপঙ্কর দে। চার দিন হাসপাতালে কাটিয়ে সোমবার রাতে বাড়ি ফিরেছেন তিনি। তবে বাড়ি ফিরেও অনেক নিয়মের মধ্যেই থাকতে হচ্ছে তাঁকে।

দোলন জানিয়েছেন, আগের থেকে অনেক ভালো আছেন তিনি। শ্বাসকষ্ট নেই। জল মেপে খেতে বলা হয়েছে। কারণ ফুসফুসে জল জমে যাওয়ার ভয় রয়েছে তাই দিনে এক লিটারের বেশি কোনওরকম তরল খাবার না খাওয়ার কড়া নিদান দিয়েছেন ডাক্তাররা। তবে খাওয়া দাওয়া নিয়ে তেমন কোনও নিষেধ নেই। বাড়ির খাবারই খাচ্ছেন দীপঙ্কর। দুর্বলতা রয়েছে, তবে একটু বিশ্রাম নিলে দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তিনি।

আরও পড়ুন-দার্জিলিংয়ে শিশুদের পোলিও খাওয়ালেন মানবিক মুখ্যমন্ত্রী