শেষ হলো 20 তম বর্ষের আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

শেষ হলো 20 তম আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা৷ হেদুয়া পার্কে এই বিজ্ঞান মেলা শুরু হয়েছিলে 16 জানুয়ারি৷ সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের যোগদানে মেলায় আয়োজিত বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী, ক্যুইজ, সায়েন্স ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা, সেমিনার, স্লাইড শো, মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা জমজমাট ছিলো। এছাড়াও ছিলো বিজ্ঞান বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও বিশিষ্ট বিজ্ঞানীদের সঙ্গে ছাত্রছাত্রীদের ‘মুখোমুখি’ অনুষ্ঠান।


শেষদিনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্যোক্তাদের তরফে জয় বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ দাস আচার্য সত্যেন্দ্রনাথ বসু বাড়ি গিয়ে ওনার নাতনি নন্দিনী বসুর হাতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্মারক তুলে দেওয়া হয়৷ নন্দিনী দেবী মেলা আয়োজকদের ধন্যবাদ জানান৷

Previous articleহাসপাতালে শঙ্খ ঘোষ, এখন কেমন আছেন কবি?
Next articleবৃষ্টির সম্ভবনা নেই, তবে ফের ঠান্ডায় কাবু হবে রাজ্যবাসী