বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে গ্রুপ এ, বি ও সি পদে নিয়োগ শুরু হবে শিগগিরই। ২০১৮-র মার্চের হিসেব অনুযায়ী শূন্য পদের সংখ্যা প্রায় সাত লক্ষের কাছাকাছি। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই শূন্য পদ পূরণ করতে হবে। সেইমত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। দেশে ভয়াবহ বেকারির প্রেক্ষাপটে সরকারি স্তরে এই কর্মসংস্থানের সম্ভাবনা নতুন আশা তৈরি করছে।

আরও পড়ুন-আর্টিস্টস ফোরামের নির্বাচনে রাজনীতির ছায়া, প্রার্থী হলেন জিৎ, পরান,সোহম
