Tuesday, November 18, 2025

চিঁড়ে খেলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভারসাম্যহীন দাবি বিজয়বর্গীয়’র

Date:

Share post:

মাছ-মাংস নয়, এবার সাদামাটা চিঁড়ে খেলেও অনুপ্রবেশকারী ৷

এমনই নিদান বিজেপির জাতীয় সাধারন সম্পাদক তথা বাংলায় দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সাহেবের৷
CAA-র সমর্থনে এক সেমিনারে এই কিম্ভুত দাবি বিজয়বর্গীয়র৷

বিজয়বর্গীয়র বাড়িতে নাকি বাংলাদেশের নির্মাণ শ্রমিকরা কাজ করেছেন। এমনই দাবি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। দিনকয়েক আগে বাড়িতে একটি নতুন ঘর তৈরি করিয়েছেন বিজয়বর্গীয়। সেই ঘর তৈরির কাজে যে নির্মাণ শ্রমিকরা এসেছিলেন, তাঁদের খাওয়া দেখেই নাকি সন্দেহ জেগেছিল বিজয়বর্গীয়র মনে। কারণ বেশ কিছু শ্রমিক প্রচুর পরিমাণে চিঁড়ে খেত। যা দেখে বিজয়বর্গীয়র সন্দেহ হয় যে ওই শ্রমিকরা বাংলাদেশের। সুপারভাইজার ও ঠিকাদারের সঙ্গে এই বিষয়ে কথা বলার পর সন্দেহ আরও গভীর হয় বিজেপি নেতার।

CAA-র সমর্থনে একটি সেমিনারে বিজয়বর্গীয় বৃহস্পতিবার বলেন, ‘‌মনে সন্দেহ হয়েছিল ওই নির্মাণ শ্রমিকরা বাংলাদেশের নাগরিক। সন্দেহ হওয়াতে দু’‌দিন পর কাজ বন্ধ করে দিই। পুলিশে অভিযোগ জানাইনি। শুধুমাত্র জনসাধারণকে সমর্থন সতর্ক করার জন্য এই প্রসঙ্গ তুললাম।’‌ সেমিনারে বিজয়বর্গীয় দাবি করেন, বাংলাদেশের এক জঙ্গি নাকি গত দেড় বছর ধরে তাঁর উপর নজর রাখছে। বিজয়বর্গীয়র মতে, ‘‌যখনই বাইরে যাই। ছ’‌জন নিরাপত্তারক্ষী সঙ্গে থাকে। এই দেশে হচ্ছেটা কী?‌ বাইরের দেশ থেকে এসে এখানে সন্ত্রাস ছড়াতে চাইছে?‌’‌ এরপরই বিজয়বর্গীয় বলেন, ‘‌গুজবে কান দেবেন না। দেশের স্বার্থেই CAA প্রকৃত শরণার্থীদের নাগরিকত্ব দেবে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে। এই অনুপ্রবেশকারীরা দেশের শত্রু।’‌


spot_img

Related articles

টুকলিবাজ বিজেপি! ‘মা’ ক্যান্টিন নকল করে দিল্লিতে চালু ‘অটল ক্যান্টিন’

টুকলি করতে করতে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেল বিজেপি। কন্যাশ্রীর নকল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নকল হয়েছে। এবার সরাসরি...

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...