Sunday, December 28, 2025

পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

রবিবার প্রজাতন্ত্র দিবস। তার আগে শনিবার এ বছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ বছর মোট ১৪১ জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন। ১৬ জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। পদ্মশ্রী দেওয়া হচ্ছে ১১৮ জনকে।

এ দিন কেন্দ্রীয় সরকারের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, বাংলা থেকে পদ্মভূষণ পাচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। শিল্পপতি আনন্দ মহিন্দ্রা এবং ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও পদ্মভূষণ পাচ্ছেন। মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর।সা

সাহিত্য এবং শিক্ষার জন্য বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন কাজি মাসুম আখতার। মেডিসিনে বাংলার যে দু’জন পদ্মশ্রী পাচ্ছেন, তাঁরা হলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় এবং অরুণোদয় মণ্ডল।

◾মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন দেশের প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ , অরুণ জেটলি এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ৷

◾ মরণোত্তর পদ্মভূষণ দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর।

◾ক্রীড়া জগৎ থেকে পদ্মবিভূষণ পাচ্ছেন বক্সার মেরি কম।

◾ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু পদ্মভূষণ

◾বাংলা থেকে পদ্মভূষণ পাচ্ছেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

◾অভিনয় জগৎ থেকে পদ্মশ্রী পাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত,প্রযোজক একতা কপূর, করণ জোহর

◾গায়ক আদনান সামিকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে।

🔵 এ বছর মোট 141 জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে

🔵 পদ্মবিভূষণ 7 জন।

🔵 পদ্মভূষণ 16 জন।

🔵 পদ্মশ্রী 118 জন।

◾ সাহিত্য এবং শিক্ষার জন্য বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন কাজি মাসুম আখতার।

◾ মেডিসিনে বাংলার যে দু’জন পদ্মশ্রী পাচ্ছেন, তাঁরা হলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় এবং অরুণোদয় মণ্ডল।

পদ্মভূষণ: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনহর পারিক্কর, ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা ও ভেনু শ্রীনিবাসন, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জমির এবং জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাফ্ফর হোসেন বেগ।

পদ্মবিভৃষণ: পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, সুষমা স্বরাজ, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ

পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা:-

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সুড়ঙ্গে আটকে মেট্রো, রবিবার লাইন ধরে হেঁটে প্ল্য়াটফর্মে যাত্রীরা!

ফের ছুটির দিনে মেট্রোতে ভোগান্তি। রবিবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Blue Line metro) ফের যান্ত্রিক গোলযোগে...

বছরের শেষ রবিবারে পিকনিক মুডে বাংলা, ভিড় বাড়ছে চিড়িয়াখানায়-ইকোপার্ক -ভিক্টোরিয়ায়

হাতে আর মাত্র তিন দিন, তারপরেই বিদায় জানাতে হবে ২০২৫-কে। চলতি বছরের এটাই শেষ রবিবার। তাই ছুটির মেজাজে...