Thursday, November 13, 2025

বিজেপিতে অস্বস্তি বাড়াচ্ছেন নেতাজির নাতি, এবার কি দল ছাড়ছেন!

Date:

ফের বিতর্ক চন্দ্র বসুকে নিয়ে। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন নেই নেতাজির আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা? এই প্রশ্ন তুলে দলকেই কার্যত কাঠগড়ায় তুললেন নেতাজির নাতি তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি চন্দ্র বসু।

গত বছর সাধারণতন্ত্র দিবসে প্রথমবার অংশ নেন আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা। কিন্তু এবার ডাকা হয়নি। এ প্রসঙ্গে প্রথম মুখ খুলে বিজেপি সাংসদ সুব্রাক্ষ্মণিয়ম স্বামী বলেন, এবার আজাদ হিন্দ বাহিনীকে ২৬শের কুচকাওয়াজে রাখার অনুমতি মেলেনি। যদি তাই হয়, কেন তা হলো না প্রধানমন্ত্রীর দেশবাসীকে জানানো উচিত। দলের অস্বস্তি বাড়িয়ে চন্দ্র বসু বলেন, কেন আজাদ হিন্দ বাহিনী বাদ, তা জানার অধিকার আছে মানুষের। প্রধানমন্ত্রীর বিবৃতি না আসায় এ নিয়ে মানুষের মনে ধন্ধ তৈরি হয়েছে। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কেন ডাকা হয়নি, তা কেন্দ্র সরকারই বলতে পারবে। কিছু মানুষের কাজ থাকে শুধুই সমালোচনা করা। চন্দ্র শুধু এখানেই না থেমে ফের কেন্দ্রকে আক্রমণ করে বলেন, নেতাজি চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়। যে রাজনীতি এখন চলছে, তা মোটেই নেতাজির ভাবধারা নয়। আর তা না হলে আমাকে অন্য চিন্তা করতে হবে। চন্দ্র বসুর এই বক্তব্য নিশ্চিতভাবে দলকে অস্বস্তিতে ফেলছে। বিজেপি মহলে খবর, আসলে চন্দ্র দল ছাড়ার মুখে রয়েছেন। তার আগে তাঁর নেট প্র‍্যাকটিস চলছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version