বিজেপিতে অস্বস্তি বাড়াচ্ছেন নেতাজির নাতি, এবার কি দল ছাড়ছেন!

ফের বিতর্ক চন্দ্র বসুকে নিয়ে। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন নেই নেতাজির আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা? এই প্রশ্ন তুলে দলকেই কার্যত কাঠগড়ায় তুললেন নেতাজির নাতি তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি চন্দ্র বসু।

গত বছর সাধারণতন্ত্র দিবসে প্রথমবার অংশ নেন আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা। কিন্তু এবার ডাকা হয়নি। এ প্রসঙ্গে প্রথম মুখ খুলে বিজেপি সাংসদ সুব্রাক্ষ্মণিয়ম স্বামী বলেন, এবার আজাদ হিন্দ বাহিনীকে ২৬শের কুচকাওয়াজে রাখার অনুমতি মেলেনি। যদি তাই হয়, কেন তা হলো না প্রধানমন্ত্রীর দেশবাসীকে জানানো উচিত। দলের অস্বস্তি বাড়িয়ে চন্দ্র বসু বলেন, কেন আজাদ হিন্দ বাহিনী বাদ, তা জানার অধিকার আছে মানুষের। প্রধানমন্ত্রীর বিবৃতি না আসায় এ নিয়ে মানুষের মনে ধন্ধ তৈরি হয়েছে। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কেন ডাকা হয়নি, তা কেন্দ্র সরকারই বলতে পারবে। কিছু মানুষের কাজ থাকে শুধুই সমালোচনা করা। চন্দ্র শুধু এখানেই না থেমে ফের কেন্দ্রকে আক্রমণ করে বলেন, নেতাজি চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়। যে রাজনীতি এখন চলছে, তা মোটেই নেতাজির ভাবধারা নয়। আর তা না হলে আমাকে অন্য চিন্তা করতে হবে। চন্দ্র বসুর এই বক্তব্য নিশ্চিতভাবে দলকে অস্বস্তিতে ফেলছে। বিজেপি মহলে খবর, আসলে চন্দ্র দল ছাড়ার মুখে রয়েছেন। তার আগে তাঁর নেট প্র‍্যাকটিস চলছে।