সাধারণতন্ত্রের রাজপথে প্রাধান্য পেল নারীশক্তি

সাধারণতন্ত্র দিবসের রাজপথে প্রাধান্য পেল নারীশক্তি। প্যারেড থেকে শুরু করে মোটরসাইকেলে কসরত দেখানো সব জায়গাতেই সমান ভাবে অংশ গ্রহন করতে দেখা গেল নারীশক্তিকে।

অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুজাতা গোস্বামীর নেতৃত্বে তাঁর দলের পাঁচ সদস্য মোটর বাইকে ‘অল রাউন্ড ডিফেন্স’ প্রদর্শন করেন। এএসআই অনিতা কুমারী ভিভি-র নেতৃত্বে মোটর সাইকেলের উপর মানব পিরামিড গড়ে তোলেন ২১ জন মহিলা। চলন্ত মোটর সাইকেলের উপর দাঁড়িয়ে স্যালুট করে দেখান ইনস্পেক্টর সীমা নাগ। একই ভাবে দু’হাতে পিস্তল নিয়ে চলন্ত মোটর সাইকেলের উপর দাঁড়িয়ে কসরত দেখান হেট কনস্টেবল মীনা চৌধুরী। এদিন প্যারেডে পুরুষদের নেতৃত্ব দেয় ২৬ বছরের ক্যাপ্টেন তানিয়া শেরগিল। তরোয়াল হাতে সেনাবাহিনীর পুরুষদের প্যারেডে নেতৃত্ব দেন তিনি।

আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবস উদযাপনে ১০০০ ফুট পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

Previous articleদেশদ্রোহিতার অভিযোগে শার্জিল ইমামের বিরুদ্ধে মামলা দায়ের
Next articleসরস্বতীপুজোর প্রস্তুতি কুমোরটুলিতে, সৌম্যদীপ দের ক্যামেরায়