‘দেশ ভাগে’ উদ্যোগী মোদিকে সংবিধান উপহার কংগ্রেসের

সাধারণন্ত্রতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবিধানের একটি কপি ‘উপহার’ দিল কংগ্রেস। তা পড়ে দেখার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে৷

কংগ্রেসের তরফে ট্যুইটারে একটি পোস্ট করা হয়েছে। যেখানে ‘উপহারের’ স্ক্রিনশট-সহ লেখা আছে, ‘প্রিয় প্রধানমন্ত্রী, শীঘ্রই আপনার কাছে সংবিধান পৌঁছে যাবে। দেশকে ভাগাভাগি করার পরে যখন একটু সময় পাবেন দয়া করে এটি পড়বেন।’

সাত দশক আগে দেশে সংবিধান কার্যকর হয়েছিল 26 জানুয়ারিতেই। আর সেই সংবিধানকে লঙ্ঘন করে CAA আনা হয়েছে বলে অভিযোগ করে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ।এর মধ্যেই 26 জানুয়ারি কংগ্রেসের তরফে প্রতীকী প্রতিবাদ হিসেবে মোদিকে এক কপি সংবিধান পাঠানো হল।

Previous articleসরস্বতী পুজোয় রাজ্যে বাড়তি ছুটি
Next articleক্যাপ্টেন কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্টিভ