সরস্বতী পুজোয় রাজ্যে বাড়তি ছুটি

সরস্বতী পুজো উপলক্ষ্যে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগেই ৩০ এবং ৩১ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার, দু’দিন ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই তালিকায় ঢুকলো বুধবারও। রবিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সরকারি ক্যালেন্ডারে ৩০ জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে, তিথি অনুযায়ী ২৯ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি সরস্বতী পুজো। ফলে পুজোর দিন অফিস যেতে হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছিল প্রশ্ন। নয়া বিজ্ঞপ্তি জারি করে সেই প্রশ্নের অবসান করল নবান্ন। বুধবারও বিভিন্ন জায়গাতেই সরস্বতী পুজোর আয়োজন হবে। সেই কারণেই এই বাড়তি ছুটি বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

Previous articleদিল্লির ভোটে হারের গন্ধ পেয়েই কি আগেভাগে দায়িত্ব ছাড়লেন অমিত শাহ?
Next article‘দেশ ভাগে’ উদ্যোগী মোদিকে সংবিধান উপহার কংগ্রেসের