মানববন্ধনে বিশ্বরেকর্ড কেরলের

কলকাতায় হয়েছিল ১১কিলোমিটারের মানববন্ধন।কলকাতাকে ছাপিয়ে ইতিহাস তৈরি করল কেরলের বাম সরকার। সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে ৬২০কিলোমিটার দীর্ঘ মানববন্ধন তৈরি করে রেকর্ড বুকে জায়গা করে নিলেন তাঁরা। অংশ নিলেন ৭০লক্ষ রাজ্যবাসী! নিশ্চিত ভাবে কৃতিত্ব মুখ্যমন্ত্রী বিজয় পিনারাই বিজয়নের।

মানববন্ধন হয়েছিল একেবারে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত। শুরু হয়েছিল কেরলের উত্তরে কাসড়গড় থেকে। শেষ হয় দক্ষিণের কালিয়াক্কাভিলাই পর্যন্ত। ৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন শেষ করার পর বিজন বলেন, আমরা গ্রেট ওয়াল তৈরি করলাম। নাগরিকত্ব সংশোধনী আইন ধর্মনিরপেক্ষতার জন্য বড় বিপদ। সব রাজ্যের আগে আমরাই স্পষ্ট জানিয়ে দিয়েছি, দক্ষিণের এই রাজ্যের মাটিতে সিএএ, এনআরসি বা এনপিআর কার্যকর হবে না।

Previous articleসরস্বতী প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিল অষ্টম শ্রেণির পড়ুয়া
Next articleশিশু কন্যার খুনি মা! কিন্তু কেন?