‘ধর্ষকদের’ হুমিকের ভয়ে আত্মঘাতী নাবালিকা!

‘ধর্ষকদের’ হুমিকের ভয়ে আত্মহত্যা! বীরভূমের মহম্মদ বাজারের পাঁচামি এলাকায় নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে এই অভিযোগ পরিবারের৷ অভিযোগ, মাস খানেক আগে ওই গ্রামের কয়েকজন যুবক নাবালিকাকে ধর্ষণ করে। এরপরেই সেই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয় মহম্মদবাজার থানায়। গ্রেফতারও হয় অভিযুক্তরা। পরে দুজন অভিযুক্ত জামিনে ছাড়া পায়। তারাই নির্যাতিতাকে ফোন করে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। সোমবার সকালে বাড়িতে নির্যাতিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মহম্মদ বাজার থানার পুলিশ।