যা পড়ছি তা আমার নিজের কথা নয়, লিখিত ভাষণ পাঠের সময় বললেন কেরালার রাজ্যপাল

কেরালা বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে নাটকীয় কাণ্ড ঘটল বুধবার। প্রথামাফিক রাজ্যপালের ভাষণ পাঠের সময় কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান ঘোষণা করেন, এই ভাষণে নাগরিকত্ব আইন সম্পর্কে যে কথা বলা হয়েছে তা আমার কথা নয়। এই অংশটি মুখ্যমন্ত্রী আর রাজ্য প্রশাসন চেয়েছে আমি যেন পড়ি, তাই তাঁদের ইচ্ছাকে সম্মান দিতেই আমি শুধু পাঠ করছি মাত্র। এই অংশটি আদৌ আমার মনের কথা নয়।

কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান শুরু থেকেই সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে সোচ্চার। একদা কংগ্রেস নেতা ও রাজীব গান্ধীর ঘনিষ্ঠ আরিফকে মোদি সরকার কেরালার রাজ্যপাল করার পর বিভিন্ন সময়ে রাজ্যের বাম সরকারের সঙ্গে তাঁর সংঘাত বেঁধেছে। নাগরিকত্ব ইস্যুতে শাসক এলডিএফ ছাড়াও বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গেও রাজ্যপালের তরজা চলছে নিয়মিত। কংগ্রেস নেতারা অতীতে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেননি বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল। একইসঙ্গে সিএএ কে চ্যালেঞ্জ করে পিনারাই বিজয়ন সরকারের সুপ্রিম কোর্টে মামলা করার সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করেছেন। এই আবহেই রাজ্যপালের ভাষণ পাঠের সময়ও নাগরিকত্ব ইস্যুতে ফের নিজের অবস্থান বুঝিয়ে দিলেন আরিফ মহম্মদ খান। বিধানসভায় ঢোকার সময় থেকেই কেরালার ইউডিএফ সদস্যরা তাঁকে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে বিরোধী সদস্যরা সভা থেকে ওয়াকআউট করেন।

Previous articleমুকেশের আর্জি খারিজ হলেও পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হবে তো?
Next articleজলঙ্গিতে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু