বঙ্গবন্ধু-র শততম জন্মবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি নরেন্দ্র মোদি

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপন ঢাকায় শুরু হতে চলেছে আগামী ১৭ মার্চ৷ সেদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বাংলাদেশ সরকারের তরফে মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই ৷

সূত্রের খবর, বড় কোনও ঘটনা না ঘটলে, একদিন আগেই, অর্থাৎ, ১৬ মার্চ-ই ঢাকা পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে প্রধান বক্তা হবেন মোদি-ই। অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনাও।

Previous articleসানিয়ার হাতে আজ গেরুয়া পতাকা!
Next articleমুকেশের আর্জি খারিজ হলেও পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হবে তো?