জামিয়ার পরে শাহিনবাগে গুলি

জামিয়ার পরে এবার শাহিনবাগে গুলি। অভিযোগ, শনিবার বিকেলে শাহিনবাগে সিএএ-র বিরোধী বিক্ষোভ-আন্দোলন মঞ্চের পাশেই শূন্যে গুলি চালান এক যুবক। বিকেল পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতকে সরিতা বিহার থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শূন্যে গুলি চালানোর পাশাপাশি ‘হিন্দুস্তানে শুধু হিন্দুরাজই চলবে’ বলে স্লোগান দেন ওই অজ্ঞাত পরিচায় হামলাকারী। পরে পুলিশ জানতে পারে, তাঁর নাম কপিল। ক্ষমতা প্রদর্শনের জন্যই গুলি? নাকি শাহিনবাগের আন্দোলনকে ভেঙে দেওয়ার লক্ষ্যেই হামলা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কপিলের সঙ্গে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের যোগ আছে কি না সে দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-“ফাঁপা, স্লোগানধর্মী বাজেট, গোলি মার দো”, মোদি সরকারকে একযোগে তোপ

Previous article“বেচা সরকার সব বেচে দিচ্ছে, ওদের বাজেটে আগ্রহ নেই আমার”: কটাক্ষ পার্থর
Next article‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এ গ্রিলসের সঙ্গে বিরাট-দীপিকা