Wednesday, January 7, 2026

নেপালে হোম-স্টে কংগ্রেসের আয়োজন

Date:

Share post:

পাহাড়ের টানে প্রায়ই বেরিয়ে পড়েন অনেকে। দার্জিলিং হোক বা কাশ্মীর- পাহাড়ের মাদকতা যেন সব কিছুর উর্ধ্বে। তবে পাহাড়ে গিয়ে হোটেলের ঘর ভাড়ার করার দিন ফুরিয়েছে। পাহাড়ের কোলে গ্রামগুলিতে চাহিদা বেড়েছে হোম স্টে-র। পরম আতিথেয়তায় হোম স্টে-র মালিকরা আপন করে নেন পর্যটকদের। এই হোম-স্টের মালিকদের নিয়েই এবার হোম-স্টে কংগ্রেসের আয়োজন হচ্ছে নেপালে।

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ষষ্ঠ এশিয়ান রুরাল ট্যুরিজম ফেস্টিভ্যাল। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ফেস্টিভ্যাল চলাকালীনই ১০ ফেব্রুয়ারি ভারত, নেপাল ও ভূটান, এই তিন দেশকে নিয়ে হোম-স্টে কংগ্রেসের আয়োজন করা হচ্ছে। এই কংগ্রেস পর্যটন শিল্পে একটি বড় পদক্ষেপ বলেই মনে করছে সংগঠকরা। বহুদিন ধরেই ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশকে নিয়ে পর্যটনের একটি সার্কিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্ট দেশগুলোর পর্যটন ব্যবসায়ীরা। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে ট্যুরিজম ফেস্টিভ্যালের সভাপতি অর্জুন কার্কি জানান, পর্যটনকে মাথায় রেখে ‌তিন দেশের মধ্যে বৃহত্তম সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। সংগঠকরা জানিয়েছেন, ইতিমধ্যে ভারতে হোম-স্টের সংখ্যা তিন হাজার, নেপালে এই সংখ্যা ছ’শো। ভূটানেও তৈরি হয়েছে একাধিক হোম-স্টে। যাঁরা হোম-স্টে চালান তাঁরাই আখেরে লাভবান হবেন এই কংগ্রেসের ফলে।
অ্যাসোসিয়েশন অফ কনজার্ভেশন অফ ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু কথায়, নেপালে হোম-স্টে র ব্যবসা হয় কমিউনিটি ভিত্তিতে। নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি এলাকায় একটির পর একটি হোম-স্টে করা হয়। এতে গ্রামীণ অর্থনীতির ওপরেও ইতিবাচক প্রভাব পড়বে।‌ এশিয়ান রুরাল ট্যুরিজম ফেস্টিভ্যালের উদ্বোধনে উপস্থিত থাকবেন সিকিমের মুখ্যমন্ত্রী পিএস গোলে। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবকেও উপস্থিত থাকার জন্য আহ্বান জানাবেন উদ্যোক্তারা।‌

spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...