মোদি সরকার 50 পণ্যের শুল্ক বৃদ্ধির পথে, দাম বাড়ছে স্মার্টফোনেরও

চিনের তৈরি সামগ্রী ভারতের বাজারে কম দামে পাওয়ার দিন এবার শেষ হতে চলেছে৷

কেন্দ্রের একাধিক পদস্থ আমলা এবং শিল্প মহলের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স শনিবার সকালে জানিয়েছে, আসন্ন সাধারণ বাজেটে অন্তত 50টি পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধি করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। এর মধ্যেই আছে ইলেকট্রনিক্স, বৈদ্যুতিন সামগ্রী, রাসায়নিক দ্রব্য এবং হস্তশিল্পজাত সামগ্রী। বিদেশ থেকে প্রতি বছর গড়ে 56.00 কোটি মার্কিন ডলার মূল্যের এই সমস্ত পণ্য ভারতে আমদানি হয়। এর বড় অংশ আসে চিন থেকে। ভারতের অধিকাংশ মোবাইল উৎপাদক সংস্থা এখনও বিদেশ থেকে চার্জার, ভাইব্রেটার মোটর এবং রিঙ্গার-সহ নানা যন্ত্রাংশ আমদানি করে। আমদানি শুল্ক বাড়লে তারা বিশেষভাবে প্রভাবিত হবে। যে কারণে স্মার্টফোনের দাম বাড়ার সম্ভাবনা প্রবল৷
বাণিজ্য মন্ত্রক এবং শিল্প সংস্থাগুলিকে নিয়ে গঠিত প্যানেলের সুপারিশ অনুসারে এক্ষেত্রে 5 শতাংশ থেকে 10 শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বৃদ্ধি করা হতে পারে। যার জেরে মোবাইলের চার্জার, শিল্প সংস্থায় ব্যবহৃত রাসায়নিক, ল্যাম্প, কাঠের আসবাব, মোমবাতি, অলংকার এবং আমদানি করা হস্তশিল্প সামগ্রীর দাম বাড়তে চলেছে। এই সিদ্ধান্তে সংশয়ের সৃষ্টি হয়েছে, মধ্যবিত্তের জন্য কতটা সুখবর থাকবে, তা নিয়েই৷

Previous articleফের আন্দোলনে তৃণমূলের ছাত্র ও মহিলা শাখা
Next articleবাংলাদেশে ফাঁসির সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি সালেহান এখন এ রাজ্যেই