মোদি-অমিত জুটিতে কি এবার ঢ্যাঁড়া পড়তে চলেছে? দিল্লি বিজেপি সদর দফতরের খবর অনেকটা তেমনই। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আবার ছিলেন দলের সভাপতিও। ফলে দলে বা সরকারে দ্বিতীয় স্থানটি নিয়ে কোনও বিতর্ক ছিল না। ছবি, পোস্টার, বিজ্ঞাপন থেকে সরকারি সভা, সব জায়গাতেই এই জুটি। কিন্তু দলের অন্দরেই প্রশ্ন, সরকারি অনুষ্ঠানে একসঙ্গে দুজন খুব কম জায়গাতেই যান। তা সত্ত্বেও কেন এখনও মোদি-অমিত জুটির বিজ্ঞাপন অব্যাহত? সরকারি র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একজন এক নম্বর, অন্যজন দু’নম্বর। কিন্তু সরকারি অনুষ্ঠান বাদ দিলে এবার থেকে দলীয় সভা, পোস্টার, বিজ্ঞাপন, সব জায়গাতেই দেখা যাবে দলের নতুন সভাপতি জেপি নাড্ডার ছবি। নাড্ডা সভাপতি হয়ে যাওয়ার পরেও বেশ কিছু জায়গায় মোদি-অমিতের ছবির পরিবর্তন না হওয়ায় দলের ভিতরেই প্রশ্ন ওঠে। নাড্ডা শিবিরের আবার বক্তব্য, অমিত শাহকে এমনভাবে দল প্রোজেক্ট করা শুরু করেছে, তাতে মনে হচ্ছে তিনি যেন লার্জার দ্যান পার্টি। আসলে নাড্ডাপন্থীরা অপেক্ষা করছেন দিল্লির ভোটের ফলের জন্য। তাঁরা বেশ বুঝেছেন, ভোটে ভরাডুবি হতে চলেছে বিজেপির। সেই পর্বের সমাধান হলে কড়া হাতে তিনি ধরবেন দলের রাশ। এবং নিশ্চিতভাবে সেখান থেকে ছাঁটাই হবেন অমিত ঘনিষ্ঠরা। সেই সঙ্গে মোদি-নাড্ডা জুটিকে জনমনে প্রতিষ্ঠা করতে শুরু হবে সব রকমের তোড়জোড়।
Latest article
ব্রেকফাস্ট নিউজ
১) দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে : মোদি
২) সব সাবালকের টিকাকরণের সিদ্ধান্ত কি বঙ্গ-ভোটের শেষলগ্নে বিজেপির মাস্টারস্ট্রোক ?
৩) পরিযায়ী শ্রমিকরা যেখানে আছেন, সেখানেই থাকুন;...
শীতলকুচি কাণ্ডে নয়া মোড়! জেলা শাসকের দফতরে “শুনানি” ভোট কর্মীদের
শীতলকুচি কাণ্ডে নয়া মোড়। ঘটনার শিকড়ে পৌঁছতে মঙ্গলবার কোচবিহার জেলা শাসকের দফতরে শুনানির জন্য তলব করা হয়েছিল ওইদিন নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ভোট কর্মীদের।...
মুম্বইয়ের বিরুদ্ধে ৬ উইকেটে জয় দিল্লির
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের( mumbai indiance) বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল দিল্লি ক্যাপিটালস( delhi capitals)। দিল্লির হয়ে দুরন্ত বোলিং করে ম্যাচের সেরা অমিত মিশ্রর( amit...