করোনাভাইরাসে ফিলিপিনসে মৃত্যু, চিনের নাগরিকদের অনলাইন ভিসা বন্ধ করল ভারত

নভেল করোনাভাইরাসের দাপটে মৃত্যুমিছিল শুরু হয়েছে পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ চিনে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা( হু) বিশ্বস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এরমধ্যেই আতঙ্ক বাড়িয়ে চিনের বাইরে প্রথম অন্য কোনও দেশে করোনাভাইরাসে মৃত্যুর খবর সামনে এল। ফিলিপিনসে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদার করছে ভারত। কেন্দ্র সরকার জানিয়েছে, এখন থেকে চিনের নাগরিক ও চিনে বসবাসকারী অন্য বিদেশিদের ভারতে আসার জন্য অনলাইন ভিসা পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। অনির্দিষ্টকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ চিনের নাগরিকরা এখন ভারতে আসার জন্য অনলাইন ভিসার আবেদন করতে পারবেন না। একইসঙ্গে, আগে জমা নেওয়া আবেদনপত্রও বাতিল করা হবে। চিনে বসবাসকারী অন্য বিদেশিদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। ভারত সরকার জানিয়েছে, যাদের বাধ্যতামূলক কোনও কারণে ভারতে আসা দরকার তাঁরা প্রয়োজনে বেজিং, সাংহাই বা গুয়াংজোর ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারেন। এদিকে এর মধ্যেই দ্বিতীয় দফায় উহানে বসবাসকারী ভারতীয়দের ফেরানো হয়েছে। করোনাভাইরাস আতঙ্কে এই নিয়ে দুদফায় প্রায় সাড়ে ছশো ভারতীয় নাগরিককে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ফেরাল কেন্দ্র সরকার। চিন থেকে ফেরার পর বাধ্যতামূলকভাবে সকলকে চোদ্দদিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখার বন্দোবস্ত হয়েছে।

 

Previous articleসঞ্জীব চট্টোপাধ্যায়কে দেব সাহিত্য কুটীরের “সাহিত্য সম্মান” ও বিতর্ক সভায় জমজমাট রবিবাসরীয় বইমেলা
Next articleএবার দিলীপ ঘোষের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা পুলিশের