এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা পুলিশের

চরম অস্বস্তিতে বঙ্গ- বিজেপি৷

বড়সড় আইনি জালে ফাঁসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে মামলা করলো পুলিশ৷ এই মামলার ফলে এমন জটিলতায় দিলীপ ঘোষ পড়লেন, যা তাঁর নিজের রাজনৈতিক জীবন এবং ইমেজের পক্ষে ভালো হলো না৷

CAA- প্রতিবাদকারী সংস্কৃত কলেজের এক ছাত্রীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের জন্য আগেই দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা রুজু হল।
সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত’র অভিযোগের ভিত্তিতেই এই মামলা করেছে পাটুলি থানার পুলিশ।

CAA-NRC-এর সমর্থনে রাজ্যজুড়ে বিজেপি-র অভিনন্দন যাত্রা চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ গত বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই ধরনের যাত্রা হয় পাটুলি থেকে বাঘাযতীন পর্যন্ত। সেখানেই CAA-র প্রতিবাদে সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত হাতে বিরোধী- পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন মিছিলের সামনে। তখনই মিছিলের উদ্যোক্তারা সুদেষ্ণার
হাত থেকে পোস্টারটি কেড়ে, ছিঁড়ে দেয়। এই ঘটনার পর প্রতিবাদী তরুণীকে কড়া ভাষায় আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “ওর চোদ্দো পুরুষের ভাগ্য যে, শুধু পোস্টার কেড়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর কিছু করা হয়নি। আমাদের কর্মীদের সামনে আসে কেন? অনেক সহ্য করেছি। আর নয়।’’

এরপরই সুদেষ্ণা পুলিশে অভিযোগ দায়ের করেন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে। অভিযোগে তিনি বলেন, “দেশের মহিলাদের অবস্থা খুবই খারাপ। গোটা দেশে প্রতি 22 মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হন। দিলীপ ঘোষ আগেও এমন কুরুচিকর মন্তব্য করেছেন। একজন মহিলার প্রতি ওনার এই মন্তব্য যৌন নিগ্রহের চেয়ে কিছু কম নয়। বোঝাই যাচ্ছে, ওনাদের মতো মানুষের এসব মন্তব্যের জন্যই দেশের মহিলারা নিরাপদ নন।” পরে থানা থেকে বেরিয়ে সুদেষ্ণা বলেন, “আমি নিজের সম্মান বাঁচাতে পুলিশে এসেছি।” সুদেষ্ণার এই অভিযোগের পর পুলিশ তদন্তে নামে। ছাত্রীর অভিযোগের গুরুত্ব বুঝে দিলীপ ঘোষের বিরুদ্ধে 354A বা যৌন হেনস্থা, 509 বা মহিলাদের প্রতি সম্মানহানিকর মন্তব্য -সহ মোট 4টি ধারায় মামলা হয়েছে। খোদ দলের রাজ্য সভাপতি তথা একজন সাংসদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে মামলা হওয়ায় কার্যত অস্বস্তিতে রাজ্য বিজেপি৷

Previous articleকরোনাভাইরাসে ফিলিপিনসে মৃত্যু, চিনের নাগরিকদের অনলাইন ভিসা বন্ধ করল ভারত
Next articleফের অসুস্থ সোনিয়া, ভর্তি হাসপাতালে