করফাঁকি রুখতে এবার অনাবাসী ভারতীয়র সংজ্ঞা বদলাল কেন্দ্র

করফাঁকি আটকাতে এনআরআই বা অনাবাসী ভারতীয় হওয়ার মাপকাঠি বদল করল কেন্দ্র সরকার। কোনও দেশেই আয়কর দেননা এমন অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনতে এই সংজ্ঞাবদল। এতদিন পর্যন্ত কোনও ভারতীয় নাগরিক বছরে 182 দিন দেশের বাইরে থাকলে অনাবাসী হিসাবে গণ্য হতেন। নতুন নিয়মে অনাবাসী ভারতীয় তকমা পেতে অন্তত 240 দিন দেশের বাইরে থাকতে হবে। এইসঙ্গে ভারত থেকে অন্য দেশে পাঠানো টাকার অঙ্ক 7 লক্ষ ছাড়িয়ে গেলে টিডিএস কাটা হবে। কেন্দ্র জানিয়েছে, কোনও দেশেই আয়কর দেন না এমন অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনতে আয়কর আইনে বদল ঘটানো হচ্ছে। রাজস্বসচিব অজয়ভূষণ পান্ডে জানান, বহু এনআরআই কাজের প্রয়োজনে সারা বিশ্বে ঘুরলেও কোথাও আয়কর দেন না। ভারতে এবার এঁদের আয়কর গুনতে হবে।

 

Previous articleটালা ব্রিজ বন্ধ, লন্ডভন্ড উত্তর ও পূর্ব
Next articleপ্রবল সংঘাতের আবহাওয়ার মধ্যে রাজ্যপালের কাছে পার্থ