টালা ব্রিজ বন্ধ, লন্ডভন্ড উত্তর ও পূর্ব

ফাইল ছবি

টালা ব্রিজ পুরোপুরি বন্ধ হওয়ার পরেই যানজটে বিপর্যস্ত উত্তর ও পূর্ব কলকাতা।
টালা ব্রিজের বিকল্প বলতে লকগেট সেতু। সেটা সরু। সকালে উত্তর থেকে দক্ষিণ। বিকেলে উল্টো। ধারণক্ষমতা কম।

ফলে চিড়িয়ামোড়, পাইকপাড়া, কাশীপুর রোড, আর জি কর রোড যানজটে স্তব্ধ। অচল হচ্ছে দীনেন্দ্র স্ট্রিট। অনেকে এই জট এড়াতে লেকটাউন দিয়ে ঢুকছেন। আরও উত্তরে যেতে বেলঘরিয়া উড়ালপুল হয়ে ডানলপ দিয়ে ঢুকছেন। ওদিকেও গাড়ির চাপ বাড়ছে।

বাস হোক বা গাড়ি, বিটিরোডে যেতে এখন অনেক সময় নিয়ে বেরোতে হবে।

পুলিশ বাড়তি সংখ্যায় রয়েছে। তাদের মতে প্রথম কদিন সমস্যা বেশি জটিল লাগছে। এটা শিগগিরই একটু সামাল দেওয়া যাবে।

Previous articleপার্ক সার্কাসে প্রতিবাদীর মৃত্যুতে ইচ্ছাপূরণ দিলীপের?
Next articleকরফাঁকি রুখতে এবার অনাবাসী ভারতীয়র সংজ্ঞা বদলাল কেন্দ্র