ফের সোশ্যাল মিডিয়ায় টোপ, দুবাইতে অসহায় বাঙালি বধূ

কাজ দেওয়ার নামে ফের প্রতারণা। দুবাইয়ে ‘বন্দি’ বধূ। বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাকদ্বীপের বাসিন্দা মিঠুন বাগের সঙ্গে পরিচয় হয় বারাসতের দম্পতি সায়ক ও তানিয়া চক্রবর্তীর। অভিযোগ, কাতারে নার্সের কাজ দেওয়ার নামে মিঠুন বাগ প্রায় ৩ লক্ষ টাকা নেন চক্রবর্তী দম্পতির থেকে। এরপর চাকরির জন্য কাতারে যান তানিয়া। প্রথমে এক সংস্থায় কাজে যোগ দিলেও পরে কাতার থেকে দুবাইতে তাঁকে পাঠানো হয়। কিন্তু তানিয়াকে দুবাইতে নার্সের কাজে নিয়োগ না করে পরিচারিকার কাজে নিয়োগ করা হয় বলে অভিযোগ। তাতে রাজি না হওয়ায় তানিয়ার উপর চলে মানসিক ও শারীরিক অত্যাচার। তাঁর পাসপোর্ট, অন্যান্য পরিচয়পত্র সহ যাবতীয় নথি কেড়ে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, দেশে ফিরতে চাইলেও পারছেন না তানিয়া।

প্রশাসনের দ্বারস্থ হয়েও, কোনও সাহায্য মেলেনি বলেই অভিযোগ তাঁর স্বামীর। বিদেশমন্ত্রকে লিখিত আবেদন করেন সায়ক চক্রবর্তী। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর দফতর সহ জেলাশাসক দফতর ও দুই ২৪ পরগনার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিবারের আর্জি, প্রশাসন হস্তক্ষেপ করে তানিয়াকে দেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হোক।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাজেটে LIC শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়ল শহরের বুকে

Previous articleহাসপাতালের বেড থেকে বেপাত্তা ২ করোনা আক্রান্ত
Next articleদেশে ফিরেও এখনও ঘরে ফেরা হয়নি আরিফের