উপাচার্য ঘেরাও মুক্ত তবু জট কাটেনি প্রেসিডেন্সিতে

অচলাবস্থা অব্যাহত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার রাতভর ঘেরাও করে রাখা হয় উপাচার্য অনুরাধা লোহিয়াকে। কাকভোরে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান তিনি। মঙ্গলবার, ফের বিশ্ববিদ্যালয়ে এলেও এখনও পর্যন্ত কোনও আলোচনার ইঙ্গিত মেলেনি।
‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে আন্দোলনরত ছাত্র দেবনীল পাল জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আহ্বান জানাচ্ছি এই আন্দোলনের আমাদের পাশে এসে দাঁড়াতে। উপাচার্যের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে।’
সোমবার, রাতেই লোটা-কম্বল নিয়ে উপাচার্যের ঘরের সামনে অবস্থানে বসেছে পড়ুয়ারা। মঙ্গলবার দুপুর পর্যন্ত অবস্থানরত পড়ুয়ার সংখ্যা প্রায় দেড়শো।

Previous articleবিবাহবহির্ভূত সম্পর্কের জেরে কী হল আদিবাসী মহিলার?
Next articleরাজ্যে ‘দুর্যোগ’ ঘোষণা কেরালার, মানেসরের ক্যাম্পে পাঁচজনের শরীরে করোনা-উপসর্গ