বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে কী হল আদিবাসী মহিলার?

প্রতিবেশীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ। নীতি পুলিশের ভূমিকায় স্থানীয়রা। পরিণামে আক্রান্ত আদিবাসী মহিলা। ঘটনাস্থল ত্রিপুরার গোমতি জেলার দেববারি গ্রাম।

শনিবার, বীরগঞ্জে স্থানীয়রা এক প্রতিবেশীর সঙ্গে ওই মহিলাকে ঘনিষ্ট অবস্থায় দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের। এরপরেই তাঁকে মারধর করা হয়। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই স্থানীয়রা তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করেন। আক্রান্ত ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আধিকারিক সুব্রত বর্মন জানান, গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।
ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর অবশ্য জানান, এখনও পর্যন্ত এবিষয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।

Previous articleদিল্লি ছাড়িয়ে এবার গুলি চলল টেক্সাস বিশ্ববিদ্যালয়ে, নিহত ২ মহিলা, জখম শিশু
Next articleউপাচার্য ঘেরাও মুক্ত তবু জট কাটেনি প্রেসিডেন্সিতে