শায়েরি দিয়ে শুরু করলেন প্রধানমন্ত্রী!

শুরু করেছিলেন সর্বেশ্বর দয়ালের শায়েরি দিয়ে। বলছিলেন বিরোধীদের অভিযোগ, তিনি নাকি ‘জলদিবাজি’ করছেন। প্রধানমন্ত্রীর জবাব, কংগ্রেস যেভাবে চলেছে, সেভাবে চলতে চাই না। সরকার পাল্টেছে, সরকার নিয়ে ধারণাও বদলেছে। সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে তাই, ৩৭০ধারা সরেছে কাশ্মীর থেকে, তিন তালাক প্রথা লোপ পেয়েছে, নাবালিকাদের ধর্ষণের জেরে ফাঁসির আইন হয়েছে, রামজন্মভূমি বিবাদ মিটেছে, কর্তারপুর সাহাবের করিডোর হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যা মিটেছে, শত্রু সম্পত্তি

মোদি বলেন, আমি যদি গতি না বাড়াতাম তাহলে দেশ বিপদে পড়তো। শত্রু সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হতো, যারজন্য ৩০বছর অপেক্ষা করতে হয়েছে। একই ভাবে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে বেনামি সম্পত্তি আইন সহ দেশের সেনার নয়া ক্ষমতা বৃদ্ধি নিয়ে। তাড়াহুড়ো করেছি বলেই ১৭ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ১১কোটি মানুষের কাছে শৌচালয়, ১৩কোটি মানুষের কাছে রান্নার গ্যাস, ২কোটি গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করা হয়েছে, দিল্লিতে যে অবৈধ কলোনি ছিল, সেখানে ৪০লাখ মানুষের ঘর করে দিয়েছি। উত্তর পূর্বের উন্নতি করেছি রাজনীতির রঙ না দেখে। বড়ো সমস্যার সমাধান করা হয়েছে। কৃষকের জন্যেও আমরা ভেবেছি। আগের সরকারের সেচ প্রকল্পের জন্য অতিরিক্ত এক লক্ষ কোটি টাকা খরচ করেছি। তাদের ঋণের প্রিমিয়াম মকুব করেছি। বিগত ১০ বছরে কৃষি বাজেট বেড়েছে ৫গুন। আর সরাসরি পিএম যোজনায় টাকা যাচ্ছে কৃষকের অ্যাকাউন্টে।

Previous articleরামমন্দির ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছেন আইনজীবী পরাশরণ
Next articleভোটের প্রচারে বিয়ের প্রস্তাব, হইহই সোশ্যাল মিডিয়ায়