Saturday, November 15, 2025

বেহালা নামটার সঙ্গেই জড়িয়ে আছে ‘মনসামঙ্গল’ কাব্যের বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী। কথিত আছে, বেহালার রায় বাহাদুর রোডের ওই খাড়িপথ ধরে স্বামীর দেহ নিয়ে যাত্রা করেছিলেন বেহুলা। তাই থেকেই জায়গাটির নাম নাকি বেহালা। এই কাহিনী মাথায় রেখে সেখানে এক অন্যরকম আর্ট ফেস্টের আয়োজন করেছে ‘বেহালা নূতন সংঘ’, নাম রাখা হয়েছে ‘বেহুলা’। ‘আর্ট ফেস্ট ২০২০’-র কিউরেটর শমীন্দ্রনাথ মজুমদারের কথায়, বেহালার নামের সঙ্গে যেহেতু বেহুলার কাহিনী জড়িয়ে আছে, সেই কারণে এই আর্ট ফেস্টের নাম দেওয়া হয়েছে ‘বেহুলা’। ৭,৮ ও ৯ ফেব্রুয়ারি চলবে এই ‘আর্ট ফেস্ট ২০২০’। সনাতন দিন্দা, ভবতোষ সুতার-সহ একাধিক শিল্পীর হাতযশে সেজে উঠছে বেহালা ১৪ নম্বর। এলাকা সাজানো হয়েছে গ্রাফিতি, ইনস্টলেশনে। পথ জুড়ে রয়েছে আলপনা। আর্ট কলেজের ছাত্রছাত্রীরা তাঁদের ছবি বিক্রির জন্য সেখানে আমন্ত্রিত হয়েছেন। বিক্রির পুরো টাকাটাই তাঁদের। সঙ্গে রয়েছে আলোচনা সভা ও অনেক কিছুই।

মনসামঙ্গল শুধুমাত্র একটা পৌরাণিক চরিত্র নয়, মঙ্গলকাব্যের অন্যান্য কাহিনীর মতোই এটাও সাধারণ মানুষের সংগ্রামের কাহিনী। এখানে দুই একাকী নারীর সংগ্রাম উঠে এসেছে। একজন বেহুলা, অন্যজন মনসা। বেহুলা স্বামীর সঙ্গে সংসার করার আগেই তাঁর প্রাণ বাঁচাতে এক অসম লড়াইয়ে নামেন। তাঁর পাশে কেউ নেই। তিনি একা। স্বর্গের দেবতাদের থেকে রীতিমতো নিজের পারদর্শিতায় জয় ছিনিয়ে আনেন। আর একজন মনসা। নারী হিসেবে নিজের মর্যাদা, সম্মান অর্জন করতে যুদ্ধ করেন। সেই যুদ্ধে তিনি জয়ী হন। মনসা অন্ত্যজ শ্রেণীর এক প্রতিভূ। সমাজের উচ্চশ্রেণির সঙ্গে লড়াই করে নিজের সম্মান ফিরিয়ে আনার এক যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। পৌরাণিক কাহিনী নয়, সেই সংগ্রামের সঙ্গে জড়িত স্থান মাহাত্ম্যকে মনে রেখেই আর্ট ফেস্টের নাম ‘বেহুলা’ রাখা হয়। কিউরেটর শমীন্দ্রনাথ মজুমদারের কথায় কলকাতার বুকে একটি ক্লাবের উদ্যোগে এই ধরনের আর্ট ফেস্ট সত্যিই অভিনব।

আরও পড়ুন-বিধানসভায় রাজ্যপালের অ্যান্টিক্লাইম্যাক্স! কৃতিত্ব পার্থর?

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version