ইনি ফুটবলার না মুখ্যমন্ত্রী!

কোনও মুখ্যমন্ত্রী এভাবে পায়ে বল নাচাবেন, তা অন্তত ভারতের মাটিতে ভাবা দুষ্কর। আর সেটা করেই চমক লাগিয়ে দিলেন মনিপুরের মুখ্যমন্ত্রী নগদোম্বাম বীরেন সিং। ছিল একটি প্রদর্শনী ম্যাচ, মুখ্যমন্ত্রী একাদশ বনাম মনিপুর মুখ্যসচিব একাদশ। বুট, জার্সি পড়ে মাঠে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। খেলার আগে শুরু করেন বল নিয়ে প্র্যাকটিস, জাগলিং। আঁকা বল নিয়ে তার এই কষ্টের ভিডিও নিজের ট্যুইটারে তুলে দেন। তাই দেখে খুশিতে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ক্রীড়ামন্ত্রী কিরণ রিজ্জু। প্রশংসায় ভরে যাওয়া ইন বক্সে গুণমুগ্ধরা লিখেছেন আমাদের মুখ্যমন্ত্রী এত বড় ফুটবলার জানা ছিল না! মণিপুরের মুখ্যমন্ত্রী তরুণ বয়সে ফুটবল খেলতেন। মণিপুরের বিভিন্ন টুর্নামেন্টে খেলে বেড়াতেন মিডফিল্ডার হিসাবে।