পরীক্ষাকেন্দ্রে অশান্তি, বাতিল বিএ প্রথমবর্ষের পরীক্ষা

মোবাইল ও ব্যাগ নিয়ে পরীক্ষার হলে ঢুকতে না দেওয়ায় নিয়ে চরম উত্তেজনা মুর্শিদাবাদের হরিহরপাড়া কলেজের। ঘটনার জেরে বাতিল হল পরীক্ষা। আমতলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রদের পরীক্ষার সিট পড়েছিল হরিহরপাড়া কলেজে। শুক্রবার, পরীক্ষার হলে ঢোকার সময় ছাত্রছাত্রীরা ব্যাগ এবং মোবাইল নিয়ে ঢুকতে চাইলে কলেজ কর্তৃপক্ষ বাধা দেয়। তার পরেই শুরু হয় চরম উত্তেজনা। বিক্ষোভের পাশাপাশি, কলেজে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ। পরে হরিহরপাড়ার বিডিও ও জেলা পরিষদের সভাধিপতি গিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষা বাতিল করেন। কিন্তু প্রশ্ন উঠেছে স্নাতকস্তরের পরীক্ষা একটি কলেজে বাতিল হওয়ায়, বাকি কলেজেগুলির ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে? চিন্তায় পরীক্ষার্থী ও অভিভাবকরা।

আরও পড়ুন-‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি থাকলে এমনই হয়’, মোদিকে কটাক্ষ কংগ্রেসের

Previous articleইনি ফুটবলার না মুখ্যমন্ত্রী!
Next articleরাজ্যের খসড়া বক্তৃতা হুবহু পড়লেন ধনকড়!