বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের বাজেট বক্তৃতার সরাসরি সম্প্রচার হচ্ছে না। এদিনএমনই সিদ্ধান্ত হয়েছে। বিধানসভা সূত্রে খবর, ভাষণ সম্প্রচারের জন্য বৈদ্যুতিন সরঞ্জাম বিধানসভার কক্ষে প্রথমেবআনা হয়েছিল। কিন্তু সিদ্ধান্ত হয় ভাষণের সরাসরি সম্প্রচার হবে না।

তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যপাল কি রাজ্যের দেওয়া বাজেট বক্তৃতার স্ক্রিপ্ট পরিবর্তন করেছেন? কারণ, তা না হলে হঠাৎ করে কেনই বা তাঁর বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো।
