সিএএ বিরোধী স্লোগানে ধুন্ধুমার কলকাতা বইমেলায়

সিএএ বিরোধী প্রচার ঘিরে তুলকালাম কলকাতা বইমেলা। শনিবার, বিকেলে বইমেলার ৭ নম্বর গেটের কাছে সিএএ বিরোধী স্লোগান দিতে থাকেন একদল পড়ুয়া। বিকেল সাড়ে চারটে নাগাদ বইমেলার ৩৭০ নম্বর স্টলে পৌঁছন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁকে দেখে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ, মেলায় উপস্থিত বিজেপি সমর্থকরা বিক্ষোভদের বাধা দিলে হাতাহাতি বেধে যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। আন্দোলনরত পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর থানায়।

এরপরে ৭নম্বর গেটের সামনে এই ধরপাকড়ের ঘটনার বিরোধিতায় বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নজিরবিহীন ভাবে বাইমেলার ৭নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়। আপতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আরও পড়ুন-জেলবন্দি বিজেপি কর্মীদের স্ত্রী ও মায়ের সঙ্গে নির্মম আচরণ!

Previous articleজেলবন্দি বিজেপি কর্মীদের স্ত্রী ও মায়ের সঙ্গে নির্মম আচরণ!
Next articleকরোনা সারাতে ‘অদ্ভুত’ দাওয়াই স্বঘোষিত ধর্মগুরুর