বিরাটদের টার্গেট ২৭৪

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কোহলি। মাঠের বাইরে রেখে আসেন মহম্মদ শামিকে। আর নিউজিল্যান্ডের ৬ফুটের ফাস্ট বোলার কিল জেমিয়েসন খেলছেন প্রথম একদিনের ম্যাচ। কুলদীপকে বাইরে রেখে চহ্বালকে নিয়ে কোহলি নামেন মাঠে।

১৪৩ রানে ছিল এক উইকেট। ১৮৩ রানে ৬ উইকেট। এক সময় মনে হচ্ছিল ২২৫-২৩০- এর বেশি এগোতে পারবে না কিউইরা। কিন্তু এদিনের ম্যাচে পৃথিবী সেরা দ্বিতীয় ব্যাটসম্যান রস টেলার অন্যরকম ভেবেছিলেন। তিনি আর জেমিয়েনসন দলের রানকে টেনে নিয়ে গেলেন ২৭৫-এ। রস টেলর ৭৪ বলে ৭৩ রান আর জেমিয়েনসন ২৪ বলে ২৫ রান করে দলের রানকে টেনে নিয়ে গেলেন ২৭৩-এ। তার আগে অবশ্য গ্যাপ্টিলের ৭৯ রানের ইনিংসের কথা বলতে হবে। অর্থাৎ কোহলিদের টার্গেট ২৭৪। অসাধারণ বোলিং করলেন জাদেজা। সেইসঙ্গে ফিল্ডিং করলেন চাবুকের মতো। রান আউট করলেন। রান আটকালেন। ১০ ওভারে ৩৫ রান খরচ করে এক উইকেট। চহ্বাল নিলেন ৩ উইকেট, আর শার্দুল একটু বেশি রান খরচ করলেও তুলে নিলেন ২ উইকেট। দেখার বিষয় ভারতের পৃথ্বী আর মায়াঙ্ক জুটি আজ কেমন শুরুয়াৎ করেন।

আরও পড়ুন-কাল ফের সুপার মুন!

Previous articleদিল্লি বিধানসভা নির্বাচন: সস্ত্রীক ভোট দিলেন রাষ্ট্রপতি কোবিন্দ
Next articleদিল্লি বিধানসভা নির্বাচন: সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং