রাজস্থানের স্পিকারের CAA মন্তব্যে মুখ পুড়ল কংগ্রেস সরকারেরই

রাজস্থানের কংগ্রেস সরকারের মুখ পুড়ল খোদ স্পিকারের কথাতেই। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দাবিকে সটান নস্যাৎ করে দিলেন স্পিকার সিপি যোশী। ঘটনাচক্রে এই যোশী কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা হিসাবেই স্বীকৃত।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নাগরিকত্ব ইস্যুতে দলের লাইন মেনেই বলেছিলেন, এই রাজ্যে সিএএ বা এনআরসি কিছুই লাগু হবে না। মানুষের স্বার্থে আমরা সিএএ করতে দেব না রাজস্থানে। মুখ্যমন্ত্রী গেহলটের এই দাবিকেই প্রকাশ্যে খারিজ করেছেন রাজস্থানের স্পিকার যোশি। একটি কলেজের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্পিকার বলেছেন, সিএএ রাজস্থানেও লাগু হবে। কারণ এটি কেন্দ্রীয় আইন। এই আইন আটকানোর ক্ষমতা কোনও রাজ্য সরকারের নেই। প্রসঙ্গত এর আগে কংগ্রেসের দুই আইনজীবী নেতা কপিল সিবল ও সলমন খুরশিদও মন্তব্য করেছিলেন, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ আটকানোর সাংবিধানিক এক্তিয়ারই নেই কোনও রাজ্যে। উপরন্তু আইন প্রয়োগে বাধা দেওয়াটাও অসাংবিধানিক কাজ। এবার সেই একই কথা বলে রাজস্থানের কংগ্রেস সরকারের প্রচারের ফানুস ফুটো করে দিলেন স্বয়ং স্পিকার। ফের প্রমাণ হল সিএএ নিয়ে অধিকাংশ বিরোধী দলের গরম গরম হুমকির সঙ্গে অন্তত বাস্তবের কোনও সম্পর্ক নেই।

Previous articleউৎসাহ উদ্দীপনায় সুপারহিট টাইমস হাফ ম্যারাথন
Next articleরাজস্থানের কং স্পিকারের CAA মন্তব্যকে স্বাগত জানাল বিজেপি