সার্সের মৃত্যুমিছিলকেও ছাপিয়ে গেল এবারের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, করোনার সঙ্কট দু-দশক আগে সার্সের মহামারীকেও হার মানিয়েছে। সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। বহুক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও উপসর্গ না ধরা পড়ায় মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। নভেল করোনাভাইরাসে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০৮জন। চিন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। রবিবার রাতে এই সংখ্যা জানিয়েছে চিন কর্তৃপক্ষ।
