সৌগত রায়কে সরিয়ে কমিটিতে এলেন মহুয়া মৈত্র

সংসদের ‘পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল’ বা ব্যক্তিগত তথ্য নিরাপত্তা বিধি’র যৌথ কমিটি থেকে সরানো হল তৃণমূল সাংসদ সৌগত রায়কে৷ সেই স্থানে এলেন তৃণমূলেরই মহুয়া মৈত্র৷

মঙ্গলবার কেন্দ্রীয় সরকার দুই নতুন সদস্য, তৃণমূলের মহুয়া এবং কংগ্রেসের মনীশ তিওয়ারির নাম নাম প্রস্তাব করে। ধ্বনিভোটে ওই প্রস্তাব অনুমোদিত হয়। সরকারি ও বেসরকারি সংস্থাগুলির মাধ্যমে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য পরিচালনা বিধির রূপরেখা প্রকাশ করে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল, ২০১৯ ইতিমধ্যেই সংসদের উভয় কক্ষের যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে। গত বছরের ডিসেম্বরে এই বিলটিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিলো সংসদ। সেই বিতর্ক এড়াতেই বিলটিকে যৌথ সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। বিরোধীরা স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর আর্জি জানালেও তা সংসদীয় যৌথ সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ ওই কমিটিতেই আনা হলো বাংলার মহুয়া মৈত্রকে৷

আরও পড়ুন-রাজ্যপালকে কাঁদতে বারণ করুন: শিক্ষামন্ত্রী

Previous articleডেন্টাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কটা আসন টিএমসিপি-র?
Next articleডিওয়াইএফআই-এর মিছিল ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি