Sunday, November 23, 2025

কেন মেটানো হয়নি বকেয়া? টেলিকম সংস্থাগুলিকে ধমক সুপ্রিম কোর্টের

Date:

তিন মাসের মধ্যে টেলিকম মন্ত্রকের সব বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু তা মানেনি একাধিক টেলিকম সংস্থা। যার জেরে টেলিকম সংস্থাগুলিকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। কেন আদালত অবমাননা করা হয়েছে তার কারণ দর্শানোর নোটিশও দিয়েছে আদালত।
গত অক্টোবরে শীর্ষ আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে টেলকম মন্ত্রককে সব বকেয়া মিটিয়ে দিতে হবে। এয়ারটেল, ভোডাফোন-সহ একাধিক টেলকম সংস্থার অধিকর্তাদের আদালত অবমানানার জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আবদুল নাজির এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ।
শুক্রবার বিচারপতিরা জানিয়েছেন, যে কোনও ধরনের দুর্নীতি বন্ধ হওয়া উচিৎ। এটাই শেষ সুযোগ এবং চরম সতর্কবার্তা তা স্মরণ করিয়ে দিয়েছে আদালত। পরবর্তী শুনানির দিন ১৭ মার্চ। তার আগে যদি ৯২ হাজার কোটি টাকা না মেটানো হয়, তাহলে টেলিকম সংস্থাগুলির অধিকর্তাদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন টেলকম মন্ত্রকের অফিসারদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, কোন অধিকারে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ ফ্রিজিংয়ের নির্দেশ জারি করা হয়েছে। তিন মাসের মেয়াদ শেষ হওয়ার পর টেলকম মন্ত্রকের তরফে জানানো হয়, সংস্থাগুলির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। টেলিকম মন্ত্রকের এই ‘নরম সুর’ শুনে ভোডাফোন, এয়ারটেল মতো সংস্থা জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত তারা বকেয়া মেটাবে না।

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...
Exit mobile version